রোজদিন ডেস্ক :- রাজ্যের মুকুটে নতুন পালক। যোগী রাজ্য উত্তর প্রদেশকে পিছনে ফেলে প্রাণিজ প্রোটিন উৎপাদনে এগিয়ে বাংলা। কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত পশুপালন পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী রাজ্য হিসেবে প্রথম স্থানে রয়েছে।
দিন কয়েক আগেই রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ দাবি করেছিলেন ডিম উৎপাদনে বাংলা আত্মনির্ভর হচ্ছে। এবার আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, প্রাণিজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে সবার আগে রয়েছে বাংলা।
সোমবার সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করেছেন মমতা। সেখানে তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রাণিজ প্রোটিন উৎপাদনে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশকে ছাপিয়ে গিয়েছে বাংলা। আমরা এখন দেশের সর্বাধিক প্রাণিজ প্রোটিন উৎপাদক। ভারত সরকার একথা ঘোষণা করেছে এবং জনসমক্ষে বাংলার প্রশংসা করেছে।”
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “ভারত সরকার পশুপালন ২০২৪-এর তথ্য প্রকাশ করেছে। যেখানে বাংলা দেশের মধ্যে সর্বাধিক মাংস সরবরাহকারী রাজ্য। জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ অবদান বাংলা থেকে।”
শুধু তাই নয় গোবলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। এবার দুধ উৎপাদন বৃদ্ধিতে সেই রাজ্যকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। যা জাতীয় গড় অনুযায়ী ৩.৭৮% তুলনায় ৯.৭৬ শতাংশ। পোল্ট্রি ডিম উৎপাদনের ক্ষেত্রে রাজ্যের বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭% যা জাতীয় গড় অনুযায়ী ৩.১৮ শতাংশ।
এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, এই সব সাফল্যের পিছনে রয়েছে রাজ্য সরকারের উদ্ভাবনী নীতি। এই সাফল্যকে রাজ্যের কৃষি ও উৎপাদন ক্ষেত্রের উন্নতির পরিচয় বলেও উল্লেখ করেছেন তিনি।
Be the first to comment