উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গেও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভবনা। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। সমস্ত জেলাতেই মেঘলা থাকবে আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ফলে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে।
কলকাতা
কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রী। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রয়েছে ৯৭.৭ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। যার পরিমাণ ৭.৮ মিমি।
উত্তরবঙ্গ
বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
ভিন রাজ্যে
ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের একাংশে। উত্তর পশ্চিম ভারতেও বাড়বে বৃষ্টি বাড়বে।
Be the first to comment