স্বামী মারা যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে একই হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বিজিএস হাসপাতালে।
মঙ্গলবার দুপুর ১টা নাগাদ সন্তান প্রসবের জন্য হাসপাতালের লেবার রুমে নিয়ে যাওয়া হয় বছর ২৮-এর মমতাকে। তাঁকে জানানো হয়, পুরুষ বিভাগে ভর্তি তাঁর স্বামীর অবস্থা স্থিতিশীল। ভাল আছেন তিনি। অন্তঃসত্ত্বা মমতার কাছে পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ লুকিয়ে যায় সত্যিটা। কারণ তা ছাড়া সোমবার গভীর রাতেই মৃত্যু হয় তাঁর স্বামী গুরু প্রশান্তের। বেলা ১টা ৪০ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন মমতা।
রবিবার বাড়ি থেকে বেরিয়ে বেঙ্গালুরুর গিরিনগরে একটি সাইবার কাফেতে গেছিলেন পেশায় ইঞ্জিনিয়ার গুরু প্রশান্ত। সাদা-কালো এবং রঙিন প্রিন্টআউটের দাম নিয়ে তর্কাতর্কি হয় সাইবার কাফের মালিকের সঙ্গে। জানা গিয়েছে এরপরই ওই সাইবার কাফের মালিক হাতের সামনে থাকা ছুরি চালিয়ে দেয় গুরু প্রশান্তের উপর। ঘটনাস্থলেই জ্ঞান হারান তরুণ ইঞ্জিনিয়ার। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই রাতেই প্রসব যন্ত্রণা ওঠে প্রশান্তের স্ত্রী মমতার। তাঁকেও ভর্তি করা হয় একই হাসপাতালে। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। সোমবার বেশি রাতে মৃত্যু হয় প্রশান্তের। আর বাবার মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যে পৃথিবীর আলো দেখল ছেলে।
Be the first to comment