রোজদিন ডেস্ক, কলকাতা :- কথায় আছে দিন আসে, দিন যায়…. তেমনই দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ সাল। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। ফেলে আসা বছরের স্মৃতি, শিরোনামে উঠে আসা বিভিন্ন খবর। সেই নিয়েই আজকের এই প্রতিবেদন ‘চব্বিশের সেরা ২৪’। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, বিজ্ঞান, বিনোদন, জাতীয়, রাজ্য ও আন্তর্জাতিক স্তরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ। ঘটনা-দুর্ঘটনার তালিকা বিরাট। বছরের শেষে পাঠকদের জন্য মনে রাখার মতো খবর নিয়ে হাজির হল রোজদিন।
১. ভারতের ক্ষমতা এনডিএ-র হাতে
জহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় আসিন হয় নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জোট। তবে গত বারের তুলনায় বেশ কিছুটা কম আসন পেয়ে জোট সঙ্গীদের উপর নির্ভর করেই সরকার গঠন করে বিজেপি। অন্যদিকে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যথেষ্ট প্রভাব ফেলে চব্বিশের নির্বাচনে।
২. প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন
বহু প্রতিক্ষার পর, অনেক জট কাটিয়ে অযোধ্যায় প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক রাম মন্দির। ধুমধাম করে মহা সমারহে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিষ্ঠা হয় রামলালার বিগ্রহ। সেই উপলক্ষে দেশ বিদেশ থেকে আসে বহু সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ।
৩. চন্দ্রযান – ৩ এর সফল উৎক্ষেপণ
একের পর এক চন্দ্র অভিযান ব্যার্থ হওয়ার পর, এবছর চন্দ্রযান-৩ সফল ভাবে উৎক্ষেপন করে মাইলফলক স্পর্শ করে ইসরো। এই উৎক্ষেপনের পর বিশ্বের দরবারে মহকাশ গবেষণাকে অন্যন এক উচ্চতায় নিয়ে যায় ভারত। এই অভিযানের জন্য দেশবাসীর উন্মাদনা ছিল চোখে পরার মতো।
৪. টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের
২০০৭ সালের পর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। সূর্যকুমার যাদবের দুর্দান্ত ক্যাচে ভারত প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে।
৫. জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন
২০১৪ সালে শেষ নির্বাচন হয়েছিল জম্মু-কাশ্মীরে। তারপর ৩৭০ ধারা বিলোপের পর এবছর প্রথম বিধানসভা নির্বাচন হল। নির্বাচনে জয়ী হয়েছে ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। এবছরের এই নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চলে গণতন্ত্র ফিরে আসার এক ঐতিহাসিক সীদ্ধান্ত।
৬. বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ
৮০ বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ দশকেরও বেশি রাজনৈতিক কর্মজীবনে, তিনি তার শাসনামলে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সিনিয়র নেতাদের একজন হয়ে ওঠেন।
৭. আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন
চলতি বছরের ৯ আগষ্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় গোটা রাজ্য গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক, বিনোদন, খেলার জগতের তারকারাও। প্রতিবাদের ঢেউ দেশ ছাড়িয়ে বিদেশেও ধাক্কা দেয়। নির্যাতিতার সুবিচার থেকে মেডিক্যালে সুস্থ পরিবেশ ফেরানোর দাবিতে টানা আন্দোলন, ধরনা, অনশন করে রাজ্য সহ দেশের একাধিক হাসপাতালের চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কেটেছে জট। অনশন প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা। ১০০ দিন কেটে গেলেও প্রতিবাদের ঝাঁজ কমে নি। এই ঘটনার মামলা গড়ায় দেশের উচ্চ আদালতে, তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। যদিও এখন পর্যন্ত একজন ছাড়া এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।
৮. মণিপুরে সাম্প্রদায়িক হিংসা
মণিপুরে জাতিগত হিংসা ও সংঘাতের ঘটনায় উত্তাল গোটা দেশ। কুকি ও মেইতেই দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ভয়াবহ রূপ নেয়। এই দুই জাতির সংঘর্ষে মারা যায় বহু মানুষ, গৃহহীন হয়ে পরে হাজার হাজার মানুষ। সংঘর্ষ থামাতে নামানো হয় সেনা। অবশেষে কেন্দ্র ও রাজ্যের কঠোর পদক্ষেপে আপাতত শান্ত হয় মণিপুর।
৯. বাংলাদেশে হাসিনা সরকারের জয় ও পতন
বছরের শুরুতেই বাংলাদেশে চতুর্থবারের জন্য দাপটের সাথে জিতে ক্ষমতায় আসিন হয় মুজিবর কন্যা শেখ হাসিনা। এরপর ছয় মাস কাটতে না কাটতেই শুরু হয় কোটা আন্দোলন। যার হাত ধরে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়। তারপরই হাসিনা সরকারের দূর্গ সমেত পতন! দেশ ছেড়ে ভারতে কার্যত পালিয়ে আসেন হাসিনা। ১৫ বছরের শাসনের পতন ঘটে। ৭৬ বছরের হাসিনা, বিশ্বের সবচেয়ে বেশি দিন ধরে সরকারে থাকা নেত্রীদের মধ্যে একজন ছিলেন। যে নির্বাচনে তিনি ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়েছিলেন, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান মাত্র ৪৬৯টি ভোট। সেই শেখ হাসিনাকে শেষমেশ দেশ ছেড়ে চলে যেতে হল! এরপরই সামরিক ও বেসামরিক নেতৃত্ব একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ।
১০. দিল্লির ভয়াবহ বায়ু দূষণ
চব্বিশ সালের শেষের দিকে দিল্লির বায়ুদূষণ বিপজ্জনক অবস্থায় পৌঁছায়। এতটাই ভয়াবহ আকার নেয় যার কারণে স্কুল – কলেজ বন্ধ করে দিতে হয়। যান চলাচলেও আনা হয় নিয়ন্ত্রণ।
১১. ব্রাজিলের ভয়াবহ বন্যা
চলতি বছরের মে মাসে প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা হয় ব্রাজিলে। গত ৮০ বছরে এমন বন্যা দেখে নি বিশ্ববাসী। এই ভয়াবহ বন্যার কারণে প্রায় ৫০০টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে প্রায় দেড় লক্ষ মানুষ গৃহহীন হয়ে পরে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলে শতাধিক মানুষ প্রাণ হারান। পোর্তো আলেগ্রে ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে একটি।
১২. রাশিয়া – ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি
চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দু’বছর অতিক্রম করে। এই যুদ্ধে দুই দেশে হাজার হাজার সেনার প্রাণহানি, সাধারণ মানুষের দুর্দশা ছবি দেখেছে গোটা বিশ্ব। এই যুদ্ধের ফলে অর্থনীতি, জ্বালানি সংকট এবং খাদ্য সরবরাহেও ব্যাপক প্রভাব পড়েছে।
১৩. মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কামব্যাক
আরও একবার হোয়াইট হাউসের দখল নিল ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারালেন বড় ব্যবধানে। ট্রাম্প পান ৩১২টি ইলেক্টোরাল ভোট। শতাংশের বিচারের তাঁর প্রাপ্ত ভোট ৪৯.৯ শতাংশ। আর ৪৮.৪ শতাংশ ভোট পেয়ে হ্যারিসের ঝুলিতে গিয়েছে ২২৬টি ইলেক্টোরাল ভোট।
১৪. সিরিয়ায় বাশার আল-আাসাদের পতন
দীর্ঘদিন ধরে দেশটির জনগণের ক্রমবর্ধমান চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে সিরিয়ায় আসাদ প্রশাসনের পতন। বিদ্রোহীদের কাছে শেষমেশ হার মানলেন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার-আল-আসাদ। প্রায় ৫০ বছর পর সিরিয়ায় ক্ষমতা হারায় আসাদ পরিবার। রাজধানীর দামাস্কাসের দখল চলে যায় বিদ্রোহীদের হাতে। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নেন আসাদ।
১৫. সঞ্জীব খান্না দেশের প্রধান বিচারপতি হলেন
মাত্র ছয় মাসের জন্য দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সঞ্জীব খান্না। অক্টোবর ডিওয়াই চন্দ্রচুড়-এর উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নার নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।
১৬. সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর আবির্ভাব
৫২ বছর বয়েসে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার আাবির্ভাব। কেরলের ওয়েনাড়ে দাদার ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে দাদারই জয়ের ব্যবধান টপকে ৪ লক্ষের বেশি ভোটে জিতে লোকসভার সাংসদ হন প্রিয়াঙ্কা। সোনালী পাড়ের কেরলের বিখ্যাত কসাবু শাড়ি পরে হাতে ছিল সংবিধানের প্রতিলিপি নিয়ে শপথ নিতে দেখা যায় তাঁকে।
১৭. রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা
১০ বছর পর বিরোধী দলনেতার পদ পেল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। উল্লেখ্য, এর আগে গান্ধী পরিবার থেকে রাহুলের বাবা রাজীব গান্ধী ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে ছিলেন। পরে মা সোনিয়া গান্ধী ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৫ বছর বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন। আর এবার রায়বরেলির সাংসদ রাহুল এই দায়িত্ব পেলেন।
১৮. ৫ মাস পর জেল থেকে বেরিয়ে ঝাড়খণ্ডের কুর্শিতে হেমন্ত সোরেন
আর্থিক দুর্নীতির কারণে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। প্রায় ৫ মাস ধরে জেলেও থাকতে হয় সোরেনকে। ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে বিধানসভা নির্বাচনের আগেই জামিন পান তিনি। এরপরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থ ইনিংস শুরু করেন হেমন্ত সোরেন।
১৯. ভোটের নিরিখে দেশের ষষ্ঠ এবং বাংলার প্রথম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
লোকসভা নির্বাচনে ইতিহাসে কয়েক জন প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। সেই তালিকায় রয়েছে বাংলার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে তিনি এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির চেয়ে তিনি ৭ লাখ ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
২০. দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত
ভারতের অর্থনীতির নয়া রূপকার তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ৯২ বছর বয়সে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯১ সালে দেশের অর্থনীতির নব রূপায়নে তাঁর ভূমিকা চিরস্মরণীয়। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের সময়ে তিনি ছিলেন অর্থমন্ত্রী। কার্যত অর্থনীতির একটা অন্যদিক দেখিয়েছিলেন তিনি।
২১. তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনের প্রয়াণ
স্বনামধন্য তবলা মায়েস্ত্রো জাকির হুসেনের প্রয়াণের খবরে শোকাহত হয় গোটা দেশ তথা বিশ্ব। তবলার বোলে তিনি যেভাবে সঙ্গীত বেড়াজাল ভেঙে আন্তর্জাতিক মঞ্চে ছেয়ে গিয়েছিলেন, তা মনে রাখবে শ্রোতারা। ডিসেম্বর তবলা বাদকের প্রয়াণ ঘটে।
২২. আইপিএল চ্যাম্পিয়ান কেকেআর
১০ বছর পর আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জয় করে দল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে খেতাব জয় করে নাইটরা।
২৩. ডি গুকেশের হাত ধরে দাবায় ভারতের সাফল্য
২০২৪ সালে দাবায় দাপট দেখিয়েছে ভারত। বছরের শেষে চিনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। এছাড়াও বছরের শুরুতে চেস অলিম্পিয়াডে প্রথমবারের জন্য সোনা জিতে ভারত। পুরুষ এবং মহিলা, দুই বিভাগেই সোনা আসে ভারতের ঝুলিতে।
২৪. দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতলো বাংলা
আবারো ফুটবলে জয় জয়কার। ৭৮ তম সন্তোষ ট্রফি তে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হলো বাংলা। খেলার একেবারে শেষ মুহূর্তের গোলে শক্তিশালী প্রতিপক্ষ কেরালা কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়।
Be the first to comment