কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা বিজিবির, বন্দেমাতরম স্লোগান গ্রামবাসীদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ভারত – বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এবার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দেওয়ার অভিযোগ উঠল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র বিরুদ্ধে। মঙ্গলবার মালদার বৈষ্ণনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামের সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি বিএসএফকে বাধা দিয়েছে শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। ভারতীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে বন্দেমাতরম স্লোগান দিতে থাকেন তাঁরা৷ তাতে খানিকটা ভয় পেয়ে পিছু হঠে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী৷

জানা গিয়েছে, সুখদেবপুর গ্রামে ১০০ মিটারের কিছু বেশি জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। সেখানে বেড়া দেওয়ার জন্য বছরখানেক আগে বিজিবির সঙ্গে সহমতিতে পৌঁছয় বিএসএফ। এর পর শুরু হয় খুঁটি পোতার কাজ। প্রকৃত সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে পোঁতা হয় খুঁটি। সম্প্রতি সেই খুঁটিতে কাঁটাতার বাঁধার কাজ শুরু হয়। অভিযোগ তখন বাধা দেয় বিজিবি। এর পর ফ্ল্যাগ মিটিংয়ে বসে দুপক্ষ। অভিযোগ সেখানে পুরনো অবস্থান থেকে সরে আসে বিজিবি। তবে অনুপ্রবেশ রুখতে বেড়া দিতে মরিয়া ছিল বিএসএফ। মঙ্গলবার তারা বেড়া দিতে গেলে বাধা দেয় বিজিবি। সেখবর গ্রামে পৌঁছতে সীমান্তে হাজির হন গ্রামবাসীরা। বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে বন্দেমাতরম স্লোগান দিতে থাকেন তাঁরা।
তবে এদিন বিএসএফ আধিকারিকরা খুবই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। এব্যাপারে বিএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার কথা স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে বিএসএফ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*