মঙ্গলবার ভাঙড়ে মহা মিছিলের ডাক জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির

Spread the love
মঙ্গলবার জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগণা পোলেরহাট ২, কাশীপুরে একাধিক  দাবিতে  মাছিভাঙ্গা থেকে এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ আগামীকাল বিকেল ৪টে নাগাদ শুরু হবে মিছিল। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে কমিটির সভাপতি আব্দুল আজিজ মল্লিক সবাইকে এই মহা মিছিলে যোগ দিতে অনুরোধ করেন।
জানা গিয়েছে- ১) পঞ্চায়েতে ৮৯,৯০,১০০,১০২ বুথে এবং সমিতিতে ১০১ বুথে পুনঃনির্বাচন ৷
২) শহিদ হাপিজুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি ৷
৩) শহিদ হাপিজুল মোল্যার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন ৷
 ৪) গ্রামবাসীদের উপর পুলিশ ও  তৃনমূল গুন্ডা বাহিনীর যৌথ আক্রমণ এবং অবাধ ছাপ্পা ভোটের বিরুদ্ধে ৷
 ৫) গ্রেপ্তার হওয়া সমস্ত আন্দোলন কারীদের অবিলম্বে মুক্তির দাবিতেই এই মিছিল বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*