বিজেপির ঘাটালের প্রার্থী ভারতী ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সোনা প্রতারণা মামলায় মঙ্গলবার ভারতী ঘোষকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে দাসপুরে ভারতীর বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সিআইডি জানিয়েছে, প্রচারে ব্যস্ত থাকায় ভারতীকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাই তিনি নিজেই ভবানী ভবনে হাজিরার কথা জানান।
উল্লেখ্য, দাসপুর থানা এলাকায় সোনা হাতানো মামলায় অন্যতম অভিযুক্ত ভারতী ঘোষ। এলাকায় নিজের প্রভাব খাটিয়ে তিনি প্রমাণ লোপাট করতে পারেন, আশঙ্কার কথা জানিয়ে, পশ্চিম মেদিনীপুর এবং রাজ্যে যাতে ভারতী ঘোষ ঢুকতে না পারেন, সেই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সোনা তোলাবাজি মামলায় সিআইডি যে কোন সময় জেরা করার জন্য ডাকতে পারে ঘাটালের বিজেপি প্রার্থীকে। তবে ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই ভারতী ঘোষকে নোটিশ পাঠিয়ে ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি।
গত বছরের ৭ অগাস্ট গ্রেফতার করা হয় ভারতীর স্বামী এম এ ভি রাজুকে। পরে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ভারতীর স্বামী।
Be the first to comment