বৃহস্পতিবার রাতে গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে রাজ্য পুলিশ। অভিযোগ, পুলিশকে ভয় দেখানো, পুলিশের কাজে বাধাদান-সহ একাধিক ধারায় ভারতীর বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করা হয় । পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলার মণ্ডলবাড়ের কাছে নাকা চেকিং করছিলো পুলিশ । অভিযোগ, তখন গাড়ি করে ফিরছিলেন বিজেপি প্রার্থী ভারতী। তাঁর গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই প্রায় ১ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে পুলিশ। প্রাক্তন আইপিএস অফিসার পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, ভোটের খরচের জন্যই ব্যাঙ্ক থেকে তিনি টাকা তুলেছিলেন। এই সংক্রান্ত সমস্ত নথিই তাঁর কাছে আছে।
ভারতী ঘোষ দাবি করেন, দলীয় কর্মী-সমর্থকদের ওপর তৃণমূলের লোকজন হামলা চালায়। ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থানে যাওয়ার পথে পুলিশ তাঁর গাড়ি আটকায়। তিনি বলেন, আমার গাড়ির চালকের কাছে ছিল প্রায় ৫ হাজার টাকা এবং আমার বাকি সঙ্গীদের কাছেও টাকা ছিল। পুলিশ সব টাকা একটা ব্যাগে রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাজেয়াপ্ত জিনিসপত্রের তালিকায় (সিজার লিস্ট) তিনি স্বাক্ষর করেননি। যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সেটা তালিকায় উল্লেখ করলে তবেই তিনি স্বাক্ষর করবেন বলে জানান পুলিশকে।
Be the first to comment