ভারতী ঘোষ নিজেই নিজের গাড়ি ভেঙেছেন। কেশপুরের দোগাছিয়াতে ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনায় একথাই বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন, ঘাটাল বা কেশপুর নয়, আমি চাই পুরো ভারতেই শান্তিতে রাজনীতিতে হোক। মানুষ যেন ভোটটা দিতে পারে। সেখানে ভোট পাওয়ার জন্য এই রাজনীতি হচ্ছে ।
উল্লেখ্য, এদিন কেশপুরের দোগাছিয়াতে ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মাথা ফেটে জখম হন এক নিরাপত্তাকর্মী। পাশাপাশি, সংবাদমাধ্যমের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সে প্রসঙ্গে দেব বলেন, বিষয়টিতে দুঃখপ্রকাশ করছি। ভারতীদি সকাল থেকে যেভাবে, সকাল থেকে বলব না, কেশপুরে ৪০ দিন ধরে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছেন। বলছিলেন, বাইরে থেকে লোক নিয়ে আসবেন, তিনি করেওছেন। দাসপুর, সবং ও ঘাটালে অনেককে ধরা হয়েছে।
পাশাপাশি এদিন বুথের মধ্যে মোবাইলে ছবি তোলেন ভারতী। সেই প্রসঙ্গে দেব বলেন, আজ ১৫টি কনভয় নিয়ে (ভারতী ঘোষ) দলবল সহ ঘুরছেন। স্থানীয়রা প্রতিবাদ করছে। তিনি শুটিং করতে করতে বুথের ভিতর ঢুকে যাচ্ছেন। সেটা তো নিয়মবিরুদ্ধ। তিনি তো নিজের মতো নিয়ম তৈরি করছেন, নিজের মতো নিয়ম ভাঙছেন।
Be the first to comment