বৃহস্পতিবার ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (IFPRI) কর্তৃক প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রিপোর্টে বলা হয়েছে, ভারতের “গুরুতর” ক্ষুধার সমস্যা রয়েছে এবং বিশ্বের ১১৯টি উন্নতশীল দেশের মধ্যে ভারতের স্থান ১০০, এমনকি উত্তর কোরিয়া ও ইরাকের পেছনে রয়েছে।
গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স (GHI) এর স্কোর 31.4, এই অনুযায়ী ভারতের অবস্থান “গুরুতর” শ্রেণীতে আছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “দক্ষিণ এশিয়ার জনসংখ্যার তিন চতুর্থাংশ ভারতে বসবাস, যে দেশের এইরকম গুরুতর অবস্থা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্কোরকে প্রভাবিত করেছে।”
গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স (GHI) এর প্রতিবেদনের তথ্য দেখিয়েছে যে ভারতের র্যাংক প্রতিবেশী নেপাল (72), মায়ানমার (77), বাংলাদেশ (88), শ্রীলংকা (84) এবং চীন (29)-এর চেয়েও পেছনে, একমাত্র পাকিস্তান (106) ছাড়া। এছাড়াও উত্তর কোরিয়া (93) এবং ইরাক (78) ভারতের চেয়ে র্যাংক ভালো করেছে।
Be the first to comment