ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাটপাড়া, শুক্রবারই পরিদর্শনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Spread the love

ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছে কাঁকিনাড়া, ভাটপাড়া। খুলছে দোকানপাট, স্কুল। এরইমধ্যে ফের বোমাবাজির ঘটনায় তৈরি হল উত্তেজনা। ১৪৪ ধারা তুলে নিয়ে কাঁকিনাড়া যখন স্বাভাবিক ছন্দের পথে যাচ্ছে তখনই মানিকপীর এলাকায় বোমাবাজি চললো। যদিও দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নামানো হয় র‍্যাফও। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারটের প্রধান মনোজ বর্মা জানিয়েছেন, মানিকপীরের বোমাবাজি ছাড়া এলাকা শান্তিপূর্ণ রয়েছে । পাশাপাশি এলাকার মানুষদের কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি । বুধবার বিকেলে ভাটপাড়া, কাঁকিনাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেন মনোজ বর্মা।

এদিকে শুক্রবার ভাটপাড়া পরিদর্শনে যাওয়ার কথা তৃণমূল প্রতিনিধি দলের । আট সদস্যের দলে থাকার কথা জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সুজিত বসু, পুর্ণেন্দু বসুদেরও । ভাটপাড়া পরিদর্শনের পর তাঁরা রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । সেইমতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*