ভাটপাড়ায় ফের উদ্ধার প্রচুর তাজা বোমা, প্রশ্নের মুখে নাগরিক নিরাপত্তা

Spread the love

রাতে বোমা ফাটার শব্দে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়৷ পরেরদিন, বুধবার সেই এলাকা থেকেই উদ্ধার হল প্রচুর পরিমাণে তাজা বোমা৷ ঘটনাস্থল সেই ভাটপাড়া৷

গত শনিবার ভাটপাড়ার আট নম্বর ওয়ার্ডের একটি নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছিল ৫০টি তাজা বোমা৷ তার চারদিনের মাথায় আবারও সেই আট নম্বর ওয়ার্ড থেকেই প্রচুর তাজা বোমা উদ্ধার করল পুলিস৷ স্থানীয়দের প্রশ্ন, অনায়াসে এত বোমা ভাটপাড়ায় আসছে কোথা থেকে? কারা মজুত করছে এত বিস্ফোরক? পুলিসের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ৷ এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ বিজেপির অভিযোগ, এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন৷ ভাটপাড়া আবার দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে৷

মঙ্গলবার রাতে ভাটপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের একটি গলিতে হঠাৎ বোমা ফাটার শব্দ শোনা গিয়েছিল৷ পরেরদিন পুলিস ও বম্ব স্কোয়াড এসে ওই জায়গা থেকে ৩৫টি তাজা বোমা উদ্ধার করে৷ তার আগে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিসের তরফে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়৷ প্রথমে গোটা জায়গাটি ঘিরে ফেলে পুলিস৷ তারপর এসে পৌঁছয় দমকল ও বম্ব স্কোয়াড৷ গতকাল রাতে যেখানে বোমা ফেটে ছিল, সেই তিন নম্বর গলি থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিস৷ বোমা উদ্ধারের পর সেগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড৷

স্থানীয়রা জানিয়েছেন, যে জায়গা থেকে বোমা উদ্ধার হয়, সেখান থেকে ঢিল ছোড়া দুরত্বে কাঁকিনাড়া রয়্যাল অকাডেমি নামে শিশুদের একটি স্কুল রয়েছে৷ স্কুলের সামনে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় তাই আতঙ্ক ছড়ায় বাবা-মায়েদের মধ্যে৷ তারা সামাজিক সুরক্ষা এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*