ফের দিনদুপুরে গুলি চলল ভাটপাড়ায়। কোনও ক্রমে প্রাণে বাঁচলেন কাঁকিনাড়া চটকলের শ্রমিক। অভিযোগ, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ চটকলের সামনে থেকে তাঁকে অপহরণ করে কিছু দুষ্কৃতী। পরে তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় বিকাশ বেহরা নামে ওই শ্রমিককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঁকিনাড়া চটকলের কর্মী বিকাশের বাবাও সেখানেই কর্মরত। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রায় ১৫-২০ জন দুষ্কৃতী কারখানার সামনে থেকেই জোর করে বিকাশকে গাড়িতে তুলে নিয়ে পালায় বলে অভিযোগ। তাঁকে অপহরণ করা হয়। ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়ে বিকাশকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থা তিনি পরিবারকে ফোন করেন। পুরনো শত্রুতার জেরেই তাদের ছেলেকে অপহরণ করে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। বিকাশের বাবা রাজু বেহরার অভিযোগ, “আমি কারখানায় কাজ করছিলাম। শুনলাম ওকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। পর পর দুটো গুলি করে। পায়ে গুলি লেগেছে। কেন মারল, কারা মারল কিছুই জানি না।” ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি করেছে তারা।
Be the first to comment