পুলিশের শূন্যপদে নিয়োগ শুরুর জন্য ভবানী ভবনের সামনে আন্দোলনরত চাকরি প্রার্থীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করল পুলিশ। সোমবার সকাল থেকেই পুলিশ হেড কোয়ার্টারের সামনে শুরু হয়েছিল বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি ছিল, ‘দ্রুত নিয়োগ হোক’। এদিন ভবানী ভবনের গেটের সামনে বসে পড়েন বিক্ষুব্ধরা। চলতে থাকে স্লোগানিং। যার ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।
কলকাতা পুলিশের তরফ থেকে বারবার অনুরোধ করা হয় অবস্থান তুলে নেওয়ার। শুরু হয় মাইকিং। তবে বিক্ষোভকারীরাও নিজেদের দাবিতে অনড় ছিলেন। বাড়তে থাকে চাপানউতোর। অবশেষে লাঠিচার্জ শুরু করে পুলিশ।
এ দিন রাজু মণ্ডল নামের এক আন্দোলনকারী বলেন, ‘দীর্ঘ আট মাস ধরে জয়েনিং হচ্ছে না। কষ্টের মধ্যে আছি। অবিলম্বে নিয়োগ চাই। বর্ধমানে দু’জন আত্মহত্যা করেছেন। অন্য দফতরে নিয়োগ হচ্ছে, পুলিশ কেন হচ্ছে না? এই সেক্টরে নিয়োগ তো দরকার’।
২০১৯ ব্যাচের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সিলেক্টেড প্রার্থীদের প্রশ্ন, ‘নিয়োগে কেন ঢিলেমি হচ্ছে’? তাদের নিয়োগপত্র দেওয়া হলেও তাদের নিয়োগ করা হয়নি বলেই অভিযোগ। যতক্ষণ না সুফল মিলবে, ততক্ষণ তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই জানান তাঁরা।
যদিও পুলিশি মাইকিং চালিয়ে বলা হয়, ‘আপনারা সরে যান। নয়ত আইনি ব্যবস্থা নেওয়া হবে’। তবে এতে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না তাঁরা।
Be the first to comment