এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে গেল ওড়িশার ভুবনেশ্বরের কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে। ওড়িশা পুলিশ সূত্রে খবর, শনিবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র, এক তৃতীয় বর্ষের আইনের ছাত্রীর উদ্দেশে খারাপ মন্তব্য করেন বলে অভিযোগ। এমনকী এর প্রতিবাদ করলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। আর এর পরেই এই দুই বিভাগের দুই বর্ষের ছাত্ররা একে অন্যের উপর চড়াও হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ছাত্রীর কাছ থেকে খবর পেয়ে প্রথমে আইনের তৃতীয় বর্ষের ছাত্রদের দল ওই ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের লিফটের কাছে ধরে বেধড়ক মারে। তারপর ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রর বন্ধুদের দল আইনের ছাত্রদের উপর হামলা চালায়। এই মারপিটের ফলে বিশ্ববিদ্যালয় চত্বরে অধান্তির পরিবেশ তৈরি হয়।
শুধুমাত্র হাতাহাতিই নয়, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে প্রথমে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের বিষয়টা দেখতে বলেন। কিন্তু তারাও না পারলে তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ছাত্রদের নিরস্ত করে। হাতাহাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ ছাত্রকে আটক করেছে পুলিশ। দু’দলের তরফেই থানায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পরেই ছেলেদের দুটি হস্টেলই খালি করে দেওয়া হয়েছে। যাতে এই গণ্ডগোল আর ছড়াতে না পারে তার জন্যই এই ব্যবস্থা। ক্লাস স্বাভাবিক চলছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। এই ধরণের কোনও ঘটনা বিশ্ববিদ্যালয় কোনও মতেই বরদাস্ত করবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ভালো করে দেখা হচ্ছে।
Be the first to comment