দফায় দফায় চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী

Spread the love

এবার প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বুধবার টেটের নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষোভ শুরুর আগেই আন্দোলনকারীদের আটক করে বিধাননগর পুলিস। বুধবার করুণাময়ী মেট্রো স্টেশনের ভিতর থেকে জমায়েত করে বাইরে আসার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। পুলিস তাঁদের আটকে দেয়। এরপরেই পুলিসের বিক্ষোভকারীদের সঙ্গে বচসা এবং হাতাহাতি শুরু হয়। টেনে হিচড়ে তাঁদের ভ্যানে তোলে পুলিস।

একইসঙ্গে নিয়োগের দাবিতে মাদ্রাসা চাকরিপ্রার্থীরাও বিক্ষোভ করেন। যদিও তাঁরা আদালতের অনুমতি নিয়েই বিক্ষোভ করেন। এদিন সল্টলেক বিকাশ ভবন থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তার পাশে শুরু হয় তাঁদের অবস্থান বিক্ষোভ।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৩ সালের মাদ্রাসা কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৩১০০ পদ শূন্য ছিল। যদিও গ্যেজেটের রুল অনুযায়ী ২০১৬ সালে শূন্যপদগুলিকে আপডেট করে প্রায় ৫০০০ জনকে নিয়োগ করার কথা ছিল। সেই জায়গায় ২০১৮ সালে মাত্র ১৯০০ জনের নিয়োগ করে মাদ্রাসা কমিশন। সেখানেও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। দাবি না মানা হলে আগামী দিনে তাঁরা অনশন করবেন ও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*