বিহারে আসন রফা চূড়ান্ত করল এনডিএ

Spread the love

বিহারে আসন রফা চূড়ান্ত করল এনডিএ। দর কষাকষির পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি হল তিন শরিকের মধ্যে। ঠিক হয়েছে, বিজেপি ও নীতীশকুমারের জনতা দল ইউনাইটেড লড়বে ১৭টি করে আসনে। বাকি ৬টি আসনে লড়বে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

এছাড়া, শরিক এলজেপিকে সঙ্গে রাখতে তাদের কোটা থেকে একটি রাজ্যসভার আসনও দেবে বিজেপি। শনিবারই দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহ, নীতীশকুমার ও রামবিলাস পাসোয়ানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই আসনরফার কথা জানানো হবে।

এলজেপির সঞ্জয় সরাফ জানিয়েছেন, এই রফা চূড়ান্ত হয়েছে। এর আগে শুক্রবার রামবিলাস তাঁর ছেলে চিরাগ পাসোয়ানকে নিয়ে দেখা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে। আগের দিন দেখা করেছেন অমিত শাহর সঙ্গে। ২০১৪ সালে বিজেপি ৩০টি আসনে লড়ে ২২টিতে জয়ী হয়েছিল। সদ্য এনডিএ ছেড়ে যাওয়া রাষ্ট্রীয় লোকসমতা পার্টি পেয়েছিল তিনটি। এবার তারা কংগ্রেস-আরজেডির সঙ্গে। সেবৈার জেডি (ইউ) পেয়েছিল মাত্রই দুটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*