বুধবার ভোরে আচমকা দুলে উঠল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, বিহারের আরারিয়াতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।আজ ভোর ৫ টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিহারের পূর্ণিয়ায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জানা গিয়েছে, ১০ ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরের এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। বিহারের এই কম্পন নেপাল ও বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
Be the first to comment