হাওড়া পুরনিগম সংশোধনী বিল নিয়ে ফের সরব বিধানসভার অধ্যক্ষ। রাজ্যপালকে কড়া ভাষায় তোপ দাগলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, রাজ্যপাল অযথা ওই বিল আটকে রেখেছেন। আইন অনুযায়ী মন্ত্রিসভার সিদ্ধান্ত মানা উচিত রাজ্যপালের। রাজীব গান্ধী হত্যা মামলায় এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও আছে। উনি বারবার বিধানসভায় এসে বলেন, তাঁর কাছে কোনও বিল আটকে নেই। যদিও হাওড়া পুরনিগমের ওই সংশোধনী বিল এখনও আটকে রয়েছে। এই কারণে ওই নিগমের ভোট করা যাচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা।
হাওড়া পুরনিগমের ওই বিল নিয়ে রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, রাজ্যপালের এই আচরণের জন্য হাওড়ার নাগরিকরা তাঁর উপর ক্ষুব্ধ। কেন রাজ্যপাল বিলটি আটকে রেখেছেন, তা বোধগম্য হচ্ছে না। আমরা চাই তিনি তাড়াতাড়ি বিলটি ছেড়ে দিন।
রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ লেগেই রয়েছে। একইভাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রাজ্যপালের বিরোধ নতুন কিছু নেই। এর আগে একাধিকবার বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে রাজ্যপাল অধ্যক্ষকে আক্রমণ করেছেন। আবার রাজ্যপালকে পাল্টা আক্রমণ করেছেন অধ্যক্ষও। হাওড়া পুরনিগমের সংশোধনী বিল আটকে রাখা নিয়েও রাজ্যপাল-অধ্যক্ষ বিরোধ বারবার প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার ফের অধ্যক্ষ সেই প্রসঙ্গ তুলে রাজ্যপালকে তুলোধোনা করলেন। তাঁর অভিযোগ, রাজ্যপালের জেদের জন্য হাওড়া পুরনিগমের ভোটে এখনও আটকে রয়েছে। যেখানে অন্য সব পুরসভায় ভোট হয়ে গিয়েছে, সেখানে হাওড়ার ভোট না হওয়ায় পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
Be the first to comment