সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশের শান্তি প্রতিষ্ঠা, ঐক্য ও সম্প্রীতি রক্ষা ও সর্বোপরি জনস্বার্থে বিজেপিকে পরাস্ত করতে এবং বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আহ্বান জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট। এই নির্বাচনে বিজেপি-তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা করা হয়। একদিকে কংগ্রেস যেমন সিদ্ধান্ত নিয়েছে যে বামফ্রন্টের জেতা দুটি আসনে তারা কোনও প্রার্থী দেবে না। অন্যদিকে বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের জেতা ৪টি আসনে তারাও কোনও প্রার্থী দেবে না।
শুক্রবারের বৈঠকে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ সহ মোট ২৫ টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি ১৭ আসনের কয়েকটিতে কংগ্রেস ও কয়েকটিতে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে বলে খবর। বামফ্রন্টের বাকি আসনগুলির প্রাথীদের নাম দু-তিন দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। এদিন এক প্রেস বিজ্ঞপ্তি পেশ করে একথাই জানান, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Be the first to comment