ফ্লিপকার্টের CEO পদ থেকে ইস্তফা দিলেন বিন্নি বনসল; পড়ুন বিস্তারিত!

Spread the love
সংস্থার তরফে বলা হয়েছে, “ফ্লিপকার্টের সূচনা লগ্ন থেকে বিন্নি খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিল। সহ প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সম্প্রতি কিছু ঘটনার জেরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।”
সংস্থার তরফে আরও জানানো হয়, “তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ ওঠায় ফ্লিপকার্ট ও ওয়ালমার্ট যৌথ তদন্ত চালায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে কোনও প্রমাণ পাওয়া যায়নি। বিন্নি বনশল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকারও করেছেন। কিন্তু, ঘটনার তদন্ত করতে গিয়ে বিন্নির তরফে স্বচ্ছতার অভাব লক্ষ্য করা গেছে।”

এদিকে বিন্নি বনসলের জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন কল্যাণ কৃষ্ণমূর্তি। তিনি মিন্ত্রা ও জাবংয়ের দায়িত্ব সামলাবেন। ফ্লিপকার্টের ৭০ শতাংশ শেয়ার ওয়ালমার্ট কিনে নেওয়ার পরই সংস্থা ছাড়েন ফ্লিপকার্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সচিন বনসল। এরপর অপর প্রতিষ্ঠাতা সদস্য বিন্নি বনসলও পদত্যাগ করলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*