প্রবল চাপে পড়ে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দরবারে হাজির হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সে রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। আর তা কমব্যাট করতে হিংসার রাস্তা ধরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তা দলের মুখ পুড়েছে। এমনকী সংগঠন থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু করেছে বলে সূত্রের খবর। তাই সাঁড়াশি চাপে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে নয়াদিল্লি যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বুধবার বিকেলে নয়াদিল্লি যান বিপ্লব দেব। সেখানেই তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, আগে থেকে ঠিক হয়ে থাকা বৈঠকেই যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আইপিএফটি ইস্যু নিয়ে কথা বলতে পারেন জেপি নাড্ডা। কিন্তু দলেরই একটা অংশ জানাচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস যে মেজাজ দেখাল তাতে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেটা সামলাতেই নয়াদিল্লি যাচ্ছেন।
এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কী মুখ্যমন্ত্রী পদে পরিবর্তন আনতে চলেছে গেরুয়া শিবির? দলের অন্দরে বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ এই প্রশ্নের জন্ম দিয়েছে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় হয়ে ওঠা নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছেন বিপ্লব দেব। আবার চাপ বাড়ছে আইপিএফটি’র সঙ্গে জোট নিয়ে। এপ্রিল মাসেই ত্রিপুরায় উপজাতি অধ্যুষিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপি–আইপিএফটি জোটের পরাজয়ের কারণেও অসন্তুষ্ট দলের শীর্ষর্কতারা।
Be the first to comment