জন্মবার্ষিকীতে বিরসাকে স্মরণ মোদী-মমতার, জনজাতি নায়কের নামে মিউজিয়াম ঝাড়খণ্ডে

Spread the love

ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনজাতি নায়ক বিরসা মুন্ডাকে নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। তার মধ্যেই ১৪৬ তম জন্মবার্ষিকীতে ঝাড়খণ্ডে বিরসার নামে উদ্যান এবং মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বিরসার স্মৃতিতে ১৫ নভেম্বর দিনটিকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালনের ঘোষণাও করলেন তিনি ৷

সোমবার দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সে রাঁচিতে ‘ভগবান বিরসা মুন্ডা স্মৃতি উদ্যান’ এবং ‘ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম’-এর উদ্বোধন করেন মোদী। তিনি বলেন, ভগবান বিরসা জানতেন, আধুনিকতার নামে বৈচিত্র্যকে ধ্বংস করা, পরিবেশ এবং প্রাচীনতাকে মুছে ফেলে সমাজের কল্যাণসাধন সম্ভব নয়।

মোদী আরও বলেন, আধুনিক শিক্ষা, পরিবর্তনের সমর্থক ছিলেন বিরসা। নিজের সমাজের খামতি তুলে ধরতেও কুণ্ঠা বোধ করতেন না। নিজের সমাজের জন্য বাঁচতেন বিরসা, নিজের সংস্কৃতি এবং দেশের জন্য প্রাণ দিয়েছেন। এই গুণাবলী এবং বলিদানের জন্যই আজও আমাদের আস্থা এবং আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরসা।

এর আগে, অমিত শাহ বিরসার ভুল মূর্তিতে মালা দেওয়ায় তুমুল বিতর্ক হয়েছিল। সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা । এ দিন বিরসার জন্মবার্ষিকীতে মমতা টুইটারে লেখেন, ‘জন্মবার্ষিকীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানাই । ওঁর সাহসিকতা এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে ওঁর প্রচেষ্টা, আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

তবে জন্মবার্ষিকীতে বিরসাকে শ্রদ্ধা জানাতে যখন ব্যস্ত সকলে, সেই সময় ফের বিতর্ক বাধিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি জানা। বিধানসভা নির্বাচনের আগে বিরসার মূর্তি ভেবে যে শিকারির মূর্তিতে মালা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শাহ, শনিবার ওই ভুল মূর্তিতেই মালা পরিয়েছেন নীলাদ্রি। তা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*