বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রবর্তন করেছে রাজ্য সরকার। শারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা এবং আপামর জনসাধারণের অংশগ্রহণের শারদোৎসব বাংলার সংস্কৃতিকে আরও বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় ও নান্দনিক করে তুলেছে।
এ বছর বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় সেরার সেরা পুরস্কার পেয়েছে ২৫টি পুজো কমিটি। সেরা থিম সং/আবহ ১টি, সেরা আবিষ্কার ২টি, সেরা আলোকসজ্জা ৪টি, সেরা ভাবনা ২টি, সেরা শিল্পী ২টি, সেরা ব্র্যান্ডিং ৬টি, সেরা ঢাকেশ্রী ৫টি, সেরা মণ্ডপ ৬টি, সেরা পরিবেশবান্ধব ৫টি এবং সেরা প্রতিমা ৭টি, সাবেকি পুজো ৪টি পুজো কমিটিকে বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্ববাংলা শারদ সম্মান ২০১৭-র বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেছেন।
সেরার সেরা :
সুরুচি সংঘ, মিলন সংঘ, চেতলা অগ্রণী, বড়িশা ক্লাব, ৪১ পল্লি, নাকতলা উদয়ন সংঘ, ত্রিধারা, অবসর, আলিপুর সার্বজনীন, কসবা বোসপুকুর শীতলা মন্দির, মুদিয়ালি, সমাজসেবী সংস্থা, হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি, আহিরিটোলা সাবর্জনীন, কাশীবোস লেন সার্বজনীন দুর্গোৎসব, টালা বারোয়ারি, প্রত্যয়, কুমোরটুলি সার্বজনীন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সল্টলেক এফ ডি ব্লক, দমদম তরুণ দল, বেহালা নতুন দল, বাদামতলা আষাঢ় সংঘ, ভবানীপুর ৭৫ পল্লি, শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব।
সেরা মণ্ডপ :
৯৫ পল্লি, রাজডাঙা নবোদয় সংঘ, সন্তোষপুর পল্লিমঙ্গল সমিতি, সেলিমপুর পল্লি, উল্টোডাঙা তেলেঙ্গাবাগান, এভিনিউ সাউথ পল্লি মঙ্গল সমিতি।
সেরা প্রতিমা :
হিন্দুস্থান ক্লাব, বকুলবাগান, সংঘশ্রী, দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপুজো, মানিকতলা চালতাবাগান, হাতিবাগান সাবর্জনীন, খিদিরপুর সাবর্জনীন, খিদিরপুর ২৫ পল্লি
সেরা আলোকসজ্জা :
চক্রবেড়িয়া সার্বজনীন নর্থ, কলেজ স্কোয়ার, সিমলা ব্যায়াম সমিতি, উল্টোডাঙা পল্লীশ্রী।
সেরা ভাবনা :
বেলেঘাটা ৩৩ পল্লি, অজেয় সংহতি
সেরা আবিষ্কার :
বেহালা নতুন দল, নেতাজি কলোনি লো-ল্যাণ্ড
সেরা শিল্পী :
কালীঘাট মিলন সংঘ, বড়িশা ক্লাব
সেরা থিম সং/আবহ :
সুরুচি সংঘ
সেরা পরিবেশবান্ধব :
কোলাহল, শক্তি সংঘ, ২৪ পল্লি, কেন্দুয়া শান্তি সংঘ, গৌরীবাড়ি সার্বজনীন
সেরা ব্রান্ডিং :
যোধুপুর পার্ক সার্বজনীন, পল্লি শারদীয়া, খিদিরপুর, যুবমৈত্রী, নেতাজি জাতীয় সেবাদল, গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি, আলাপী,
সেরা ঢাকেশ্রী :
বালিগঞ্জ ২১ পল্লি, পূর্বাচল শক্তি সংঘ, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাব, ৬৬ পল্লি, বালিগঞ্জ কালচারাল
সেরা সাবেকি পুজো :
একডালিয়া এভারগ্রিন, বাগবাজার সার্বজনীন, আদি বালিগঞ্জ, ৭৬ পল্লি
Be the first to comment