দিল্লিতে বাঙালিদের মন পেতে বিজেপি তৈরি করল ‘বাংলা সেল’, দায়িত্বে বাংলার সাংসদ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- দিল্লিতে বাঙালিদের মন পেতে গঠন করা হল ‘বাংলা সেল’। দায়িত্ব পেলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়। বাঙালি ভোটারদের কথা মাথায় রেখেই এই সেল তৈরি করা হয়েছে। সেই বাংলা সেলের হয়েই দিল্লিতে প্রচারের কাজ করছেন বাংলার জলপাইগুড়ির সাংসদ।

জয়ন্তকুমার রায় বলেন, ‘”দিল্লি বিধানসভায় এবার বাংলা সেল গঠন করা হয়েছে। বাংলায় পুস্তিকা বা ইস্তেহার প্রকাশ করা হয়েছে। এই সেল প্রচারেও নেমে গেছে।”
বিজেপি সূত্রে খবর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়ের সঙ্গে দিল্লি ভোটে বাংলা সেলের দেখভাল করবেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। সোমবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিনগর বিধানসভার সাকুরপুর এলাকায় জনসম্পর্ক অভিযানে যান জয়ন্তকুমার রায়। বাংলা সেলের কর্মীদের নিয়েই প্রচার করেন তিনি।
উল্লেখ্য, দিল্লির বিধানসভা ভোটে বাংলাভাষী ভোটারদের সংখ্যা বেশ ভালোই। বিশেষ করে চিত্তরঞ্জন পার্ক এলাকায় বাঙালির সংখ্যা যথেষ্ট। প্রায় ৩০ হাজার বাঙালি ভোটার দিল্লিতে রয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাই বেশি। এই বাংলাভাষীদের মন জয় করতে এই ‘বাংলা সেল’ গঠন করা হয়েছে বিজেপির তরফে ।
বিজেপি সূত্রে খবর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। তাছাড়া তিনি সঙ্ঘের গুড বুকেও রয়েছেন। তাই জলপাইগুড়ির সাংসদকে দলের দিল্লির ভোটে প্রচারে নামানো হয়েছে। এই সাংসদ মৃদুভাষী ও প্রচারবিমুখ বলেই বরাবর পরিচিত ৷ সেই সাংসদ দিল্লির বিধানসভা নির্বাচনে বাংলা সেলের দায়িত্ব পেয়েছেন। ফলে জাতীয় রাজধানীতে জলপাইগুড়ির সাংসদের গ্রহণযোগ্যতা বাড়ল বলেই মনে করছেন অনেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*