কন্ট্রোল রুম, কল সেন্টার খুলে ভোট তদারকি বিজেপির

Spread the love

শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ ৷ ভোটাভুটি চলছে পাঁচটি জেলার ৩০টি বিধানসভা আসনে ৷ বিজেপির নির্বাচনী কার্যালয় তথা হেস্টিংস অফিসে জোর তৎপরতা শুরু হয়েছে ৷ খোলা হয়েছে বিশেষ ‘‘কন্ট্রোল রুম’’ ৷ রবীন্দ্রসদনে খোলা হয়েছে বিশেষ মিডিয়া সেন্টার ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথম দফার ভোট উপলক্ষে পাঁচটি কল সেন্টারও খোলা হয়েছে হেস্টিংসের অফিসে ৷ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলি থেকে যেসব অভিযোগ আসছে, সেগুলি লিপিবদ্ধ করা হচ্ছে ৷ নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হচ্ছে ৷

এছাড়া, সংশ্লিষ্ট ৩০টি বিধানসভায় বিজেপি প্রার্থীদের অভাব, অভিযোগ শোনার জন্যও আলাদা একটি কল সেন্টার চালু করা হয়েছে ৷ এই নির্বাচনী সংক্রান্ত কন্ট্রোলরুমগুলির তদারকি করছেন বিজেপির সর্বভারতীয় সোশাল মিডিয়া ইনচার্জ তথা রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য ৷

পাশাপাশি, এদিন বিজেপির হেস্টিংস কার্যালয়ে সংবাদমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে ৷ এই প্রসঙ্গে বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, আজ সকাল থেকেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে ৷ সেখানে যেসব অভিযোগ আসছে, আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনে তা জানাচ্ছি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*