ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল বেলদা থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম চন্দন জানা ৷ বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করেছিলেন বলে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে বেংদা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে বেলদা থানার পুলিস। তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার অভিযুক্ত ওই বিজেপি নেতাকে দাঁতন আদালতে তুলবে পুলিস।
মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে নূপুরকে কিন্তু তাতেও সন্তুষ্ট নন বিরোধীরা ৷ তাঁরা নুপুর শর্মার গ্রেফতারি দাবি জানিয়েছেন ৷ এদিকে নূপুরের অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। তারপরেই বিজেপি নেত্রীর নিরাপত্তা বাড়ানো হয় ৷ বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও ৷
সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নূপুর শর্মা। যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশষ এই ঘটনায় একাধিক মুসলিম রাষ্ট্র ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দেয় ৷ দেশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর ৷
Be the first to comment