গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ শনিবার বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে বিজেপি সাংসদকে গ্রেফতার করে পুলিস৷ গ্রেফতারের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ান সুকান্ত৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুন করতে চাইছেন৷
পুলিসের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তির পর এদিন দুপুরে নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ার দিকে রওনা দেন সুকান্ত৷ নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে সেখানে গত দু-তিনদিন ধরে চলছে বিক্ষোভ৷ সলপ, ধূলাগড়ের মতো জায়গাগুলিতে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ৷ বিক্ষোভ নিয়ন্ত্রণে হাওড়া পুলিস সেখানে ১৪৪ ধারা জারি করে৷ সুকান্তকে সেকথা আগেই জানিয়েছিল পুলিস৷ কিন্তু পুলিসের কথা অমান্য করে হাওড়ায় ঢোকার চেষ্টা করেন সুকান্ত৷
কিন্তু এদিন রাস্তায় তাঁর কনভয় দফায় দফায় বাধার মুখে পড়ে৷ প্রথমে এসএসকেএমের কাছে তাঁর কনভয়কে বাধা দেওয়া হয়৷ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দ্বিতীয় হুগলি সেতুর দিকে হাঁটা দেন সুকান্ত৷ কিছুক্ষণ বাদে তাঁর গাড়িও সেতুর দিকে চলে আসে৷ তখন গাড়িতে উঠে আবার গন্তব্যের দিকে রওনা দেন৷ তাঁর গাড়ি টোল প্লাজার কাছে পৌঁছতেই আবার পুলিস বাধা দেয়৷ পুলিস তাঁকে জানায়, টোল প্লাজার ওপারে ১৪৪ ধারা জারি আছে৷ এই নিয়ে পুলিসের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন৷ কিছুক্ষণ বাদেই তাঁকে গ্রেফতার করে পুলিস৷ প্রিজনভ্যানে তাঁকে নিয়ে আসা হচ্ছে লালবাজার৷
Be the first to comment