ত্রুটিপূর্ণ বলে বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব খারিজ বিধানসভায়

Spread the love

বিধানসভায় বিজেপি সদস্যদের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব সোমবার খারিজ করে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ওই প্রস্তাব ত্রুটিপূর্ণ বলে খারিজ করা হয়েছে, এমনটাই জানান অধ্যক্ষ। বিরোধী বিধায়কদের নতুন করে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হবে বলে অধ্যক্ষ বিজেপি বিধায়কদের আশ্বাস দেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সাত বিজেপি বিধায়ককে গত বাজেট অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। তাঁদের উপর বিধানসভা ভবনে ঢোকার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সাসপেনশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। গত সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থা বিষয়টি বিধানসভার ভিতরেই মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন দু’পক্ষকেই। তিনি বলেন, আমি যেমন অধক্ষকে বলতে পারি না, তিনি কেমন করে বিধানসভা চালাবেন। তেমনি অধ্যক্ষও আমাকে পরামর্শ দিতে পারেন না, আমি কেমন করে আদালত চালাব।

বিচারপতির এই পরামর্শকে স্বাগত জানান অধ্যক্ষ। তিনি বলেন, আমি বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানাতে বলেছিলাম। কিন্তু তাঁরা আমার কথায় গুরুত্ব না দিয়ে আদালতে চলে গেলেন। এতে আদালতের সময় নষ্ট হল। আদালত ওই কথা বলার পরই বিজেপি পরিষদীয় দল সিদ্ধান্ত নেয়, আলাদা করে দুটি প্রস্তাব এনে সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানানো হবে। সেইমতো সোমবার একটি প্রস্তাব আনেন বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পল প্রমুখ। দ্বিতীয় প্রস্তাব আনেন অম্বিকা রায়, তাপসী মণ্ডল-সহ অন্যরা। স্পিকার জানান, দুটি প্রস্তাবেই পদ্ধতিগত ত্রুটি থাকায় সেগুলি খারিজ করে দেওয়া হয়েছে। বিজেপিকে ফের নতুন করে প্রস্তাব পেশ করতে বলা হয়েছে।

সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এদিন অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই বিধানসভার লবিতে অবস্থান-বিক্ষোভ করেন বিজেপি বিধায়করা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে। মঙ্গলবার তাঁরা ফের আদালতে যাবেন বলে শুভেন্দু জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*