বিজেপির মিছিলে ধুন্ধুমার। সোমবার মুরলীধর সেন লেন হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে মিছিল শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। বাইরে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছিল কলকাতা পুলিশ। এদিন সকালে রাজ্য বিজেপির দফতরের সামনে জমায়েত করেছিলেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। সেখান থেকে বেরোনোর সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের। বিজেপির অভিযোগ, দলের কর্মীদের মারধর করেছে পুলিশ। মহিলা কর্মীদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ। এদিন পুনর্নির্বাচনের দাবিতে পথে নেমেছিল বিজেপি।
বিজেপির এক মহিলা কর্মী বলেন, ‘উনি (মমতা বন্দোপাধ্যায়) লাশের রাজনীতি করে এই জায়গায় পৌঁছেছেন। আর কত লাশ দেখে শান্ত হবেন?’ অপর এক মহিলা কর্মী বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার হচ্ছে। কলকাতা পুলিশ মারধর করেছে আমাকে।’
এদিন বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। গার্ডরেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে। ব্যারিকেড ভেঙে ফেলার অভিযোগও তোলা হয়েছে।
Be the first to comment