দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ২৯ জনের তালিকায় জায়গাা পেয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ ও দলের হেভিওয়েট নেতা। মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে প্রাক্তন সাংসদ রমেশ বিধুরিকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, নয়াদিল্লি কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ পারভেশ ভার্মাকে প্রার্থী করল বিজেপি।

সেই সঙ্গে, কারোলবাগ কেন্দ্রে দলের জাতীয় পদাধিকারী দুশন্ত কুমার গৌতম ও জনকপুরী থেকে আশিস সুদকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও, ২৯ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন অরবিন্দর সিং লাভলি। গান্ধিনগর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে দল।
অন্যদিকে, প্রাক্তন আপ নেতা কৈলাশ গেহলতকেও প্রার্থী করেছে গেরুয়া শিবির। তাঁকে বিজওয়াসান কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি, দিল্লিতে দলের প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায়কেও প্রার্থী করেছে দল। মালবিয়ানগর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে।
সম্প্রতি, ৭০টি কেন্দ্রের মধ্যে মোট ৪৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। অবশ্য, প্রতিটি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘ইন্ডিয়া’ শিবিরের দুই সদস্য দলের মধ্যে বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। আপ-এর অভিযোগ, তাদের বিরুদ্ধে ভোটে জিততে বিজেপি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। এই অভিযোগে, আলাদা লড়ছে আপ-কংগ্রেস।
এমনকী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে কংগ্রেস। এরপর গত ২৭ ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে ‘ইন্ডিয়া’ থেকে বাদ দেওয়ার দাবি তোলেন মুখ্যমন্ত্রী অতিশী ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। এই আবহে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*