কলকাতা ও হাওড়া পৌরনিগম ভোটের জন্য নির্বাচনী কমিটি ঘোষণা করল বিজেপি ৷ কলকাতা পৌরনিগম নির্বাচনী কমিটির ইনচার্জ করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিদেবীকে ৷ আর সেই সঙ্গে কলকাতা পৌরনিগম নির্বাচনের জন্য পর্যবেক্ষক করা হয়েছে সাংসদ অর্জুন সিং, বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে ৷ অন্যদিকে, হাওড়া পৌরনিগম নির্বাচনের ইনচার্জ করা হয়েছে রথীন চক্রবর্তীকে।
কলকাতা পৌরনিগমকে মোট ৪টি অঞ্চলে ভাগ করেছে রাজ্য বিজেপি ৷ সেই মতো মোট ৪ টি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে ৷ যে কমিটিগুলি ইনটার্জ করা হয়েছে রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তুষারকান্তি ঘোষ এবং কল্যাণ চৌবেকে ৷ একটি পরিচালন কমিটিও গঠন করা হয়েছে কলকাতা পৌরনিগম নির্বাচনের জন্য ৷ যে কমিটিতে রূপা গঙ্গোপাধ্য়ায় সহ মোট ১৪ জনকে রাখা হয়েছে ৷
অন্যদিকে, হাওড়া পৌরনিগম নির্বাচনে প্রবীণ ও দক্ষ নেতৃত্বের উপরেই আস্থা রেখেছে বিজেপি নেতৃত্ব ৷ তাই হাওড়া পৌরনিগমের নির্বাচনী কমিটির ইনচার্জ করা হয়েছে, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে ৷ অন্যদিকে, হাওড়া পৌরনিগমের নির্বাচনী কমিটির আহ্বায়ক করা হয়েছে বিজেপির দক্ষ সংগঠক হিসেবে পরিচিত উমেশ রাইকে ৷
তবে, এই কমিটিতে স্থান পাননি বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং ৷ মনে করা হচ্ছে হাওড়া জেলার বহিষ্কৃত প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহার ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাঁকে নির্বাচনী কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে ৷ মূলত তাঁকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল ৷ সেই কারণেই সঞ্জয় সিংকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তবে, প্রবীণদের পাশাপাশি তরুণ বিজেপি নেতাদেরও নির্বাচনী কমিটিতে রাখা হয়েছে ৷
Be the first to comment