কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার গড়ে ব্যাপক ধস, একঝাঁক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

Spread the love

আবার জন বার্লার কেন্দ্রে নামল ধস। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একঝাঁক কর্মী–সমর্থক। একুশের নির্বাচনের পর থেকেই এখানের সংগঠনের মাটি আলগা হতে শুরু করেছিল। এবার সাংসদ জন বার্লা মন্ত্রী হওয়ার পরই চা–বলয়ে বিজেপির ধস নামল। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ৪০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কালচিনি ব্লকের মালংগি গ্রাম পঞ্চায়েতের প্রচুর বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

গোটা রাজ্যেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগাদান চলছে। আলিপুরদুয়ারে আগেই ভাঙন দেখা দিয়েছিল। এবার গেরুয়া শিবির আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্ষমতা দখল করলেও প্রত্যেকদিনই আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস শিবিরে নাম লেখাচ্ছেন। এমনকী আলিপুরদুয়ার জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর মতে, ‘‌আদিবাসী সমাজ সাংসদ জন বারলাকে প্রত্যাখ্যান করেছে।’‌

এই যোগদান পর্ব নিয়ে মৃদুল গোস্বামী বলেন, ‘‌জন বার্লা বিভিন্ন সময় সাধারণ মানুষের বাড়ি পুড়িয়েছে। থানা জ্বালিয়ে দিয়েছে। নির্বাচনের পর উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলেছেন সেই সাংসদ জন বারলাকে বিজেপি পদন্নোতি দিয়ে মন্ত্রী করেছে। এটাতে স্পষ্ট সাংসদ জন বার্লার মুখ দিয়ে বিজেপিই এই বিচ্ছিন্নতার কথা বলিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেঁচে থাকতে বাংলা ভাগ হতে দেবো না।’‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*