পেট্রল-ডিজেলের দাম কমাতে কোনও সদর্থক ভূমিকা নিচ্ছে না রাজ্য সরকার। অথচ কমানো হচ্ছে মদের দাম। এই ইস্যুতে তুলকালাম বিধানসভায়। বুধবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি।
নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘রাজ্য সরকার নতুন নতুন ফ্লেভারের মদ নিয়ে এসে যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করে তুলছে। এদিকে, কোনও কর্মসংস্থানের বালাই নেই।’ বুধবার বিধানসভা অধিবেশনে রাজ্য বিজেপির মহিলা বিধায়কদের পক্ষ থেকে তিনটি মুলতুবি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব পেশ করার তালিকায় ছিলেন অগ্নিমিত্রা পাল, চন্দনা বাউরি, মালতী রাভা রায়, তাপসী মণ্ডল, শিখা চট্টোপাধ্যায়। অগ্নিমিত্রা পালের তরফে প্রস্তাব পাঠ করা হয়।
তিনি বলেন, রাজ্য সরকার ৩০ শতাংশ দাম কমিয়েছে মদের। ২৮ টাকার নতুন ব্র্যান্ডের মদ আনা হচ্ছে। এভাবে ক্রমশই যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করে তোলা হচ্ছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘বেকার সমস্যা ক্রমশই প্রকট। ২ কোটি বেকার রয়েছে এই মুহূর্তে রাজ্যে।’ বিধানসভা সূত্রে খবর, এদিন বিজেপি বিধায়করা প্রস্তাবপাঠ করলেও সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এরপর বিধানসভার বাইরে এসেও স্লোগান দিতে শুরু করেন তাঁরা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।
এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘হিন্দু OBC-দের চাকরি দিচ্ছে না মমতার সরকার। রাজ্যে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। শূন্যপদে নিয়োগ থমকে। কাজের কোনও পরিসর নেই। তার মধ্যেই ৩০ শতাংশ মদের দাম কমিয়ে যুবকদের ক্ষতি করার চেষ্টা হচ্ছে। এদিকে পেট্রল-ডিজেলের দাম কমানোর জন্য কোনও প্রচেষ্টা করা হচ্ছে না সরকারের তরফে।’
অন্যদিকে, একদিন আগেই শেষ হয়ে যাচ্ছে বিধানসভার অধিবেশন। বিধানসভা কক্ষে এদিন ফের ক্ষুব্ধ দেখায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। বিরেধীদের করা বেশ কিছু প্রশ্নের উত্তরে মন্ত্রীরা জবাব দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। মুখে কিছু না বললেন সেটি বোঝা যায় তাঁর শরীরী ভাষায়।
Be the first to comment