কাশীপুরের বিজেপি কর্মীর অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ব্যাপারে ফরেনসিক রিপোর্ট পেশ করা হল কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রের খবর, অর্জুনকে খুন করা হয়েছে এমন কোনও তথ্যের উল্লেখ নেই ফরেনসিক রিপোর্টে। আইনজীবীদের একাংশ মনে করছে, এর থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে, অর্জুন আত্মহত্যাই করেছেন। এরআগে পুলিসের প্রাথমিক তদন্তে এবং ময়নাতদন্তের রিপোর্টেও জানানো হয়েছিল, তিনি আত্মঘাতীই হন।
ফরেনসিক রিপোর্টে খুনের উল্লেখ না থাকলেও পুলিসকে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৫ জুন। গত ৬মে কাশীপুরে একটি পরিত্যক্ত গুদামে বিজেপি কর্মী অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। বিজেপির অভিযোগ ছিল, অর্জুনকে খুন করা হয়েছে। কলকাতা পুরভোটে অর্জুন বিজেপির হয়ে সক্রিয় প্রচারে অংশ নিয়েছিল। বিজেপির দাবি, কাশীপুর এলাকায় অর্জুনের দাপটে তৃণমূল ভীত হয়ে পড়েছিল। তাই তাঁকে সরিয়ে দিয়েছে তৃণমূল।
ওই ঘটনাকে ঘিরে ওইদিন সকাল থেকে ব্যাপক উত্তেজনা দেখা যায়। দফায় দফায় বিজেপি পথ অবরোধ করে। তৃণমূল কর্মী এবং পুলিসের সঙ্গে বিজেপি সমর্থকরা সংঘর্ষেও জড়ায়। ঘটনাস্থলে হাজির হন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো রাজ্য নেতারা। ঘটনাচক্রে ওই সময়ে রাজ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও ঘটনাস্থলে চলে আসেন। তাঁরও অভিযোগ ছিল, ওই বিজেপি কর্মীকে খুন কড়া হয়েছে বলে স্থানীয়রা তাঁকে জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে ঘিরে ব্যাপক জলঘোলাও হয় তখন।
Be the first to comment