বালুরঘাটে “পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এবং “ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার অর্গানাইজেশন”(FIBDO) এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় রক্তদান উৎসব :

Spread the love

জয়দীপ মৈত্র :- বালুরঘাটে “পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এবং “ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার অর্গানাইজেশন”(FIBDO) এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় গতকাল ২১শে ডিসেম্বর শনিবার থেকে তিনদিনব্যাপী ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে “তৃতীয় বর্ষের রক্তদান উৎসব ২০২৪-২৫” আয়োজন করা হয়েছে। তৃতীয় বর্ষের এই রক্তদান উৎসব আগামীকাল ২৩শে ডিসেম্বর সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ রবিবার এই রক্তদান উৎসবের ছিলো দ্বিতীয় দিন, আজ এই রক্তদান উৎসবে বালুরঘাট হাসপাতাল ব্লাড সেন্টারের ডাক্তার বাবু ও কর্মীরা উপস্থিত থেকে রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন।

“ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার অর্গানাইজেশন”(FIBDO) এর দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক অরিন্দম ঘোষ জানিয়েছেন – বিগত দুই বছরের ন্যায় এবছরও তৃতীয় বর্ষের রক্তদান উৎসবকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করছি এবছরও রক্তদান উৎসবে প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্তদান করবে। পাশাপাশি আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে, রক্তদান জীবনদান… রক্তদানের কোন বিকল্প নেই… রক্তদান করে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচানো যায় এবং রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*