আবার রক্ত বইছে জম্মু-কাশ্মীরে, জঙ্গিদের গুলিতে আহত ১ ও শহীদ ৫ সেনা জাওয়ান

Spread the love

রোজদিন ডেস্ক :-  জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি সেনাবাহিনীর। আরও একটি সংঘর্ষে একজন সেনা জওয়ান আহত হয়েছেন। সকালে একই এলাকায় চলা আরেকটি অভিযানে জঙ্গিরা একজন জেসিও-সহ পাঁচজন সেনা জওয়ানকে হত্যা করে। প্রথম অভিযানস্থল থেকে দুই কিলোমিটার দূরে দ্বিতীয় অভিযান।

সোমবার সকালে যেখানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ জওয়ান শহিদ হয়েছেন, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আরও একটি অভিযান চলছে। এখানেও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে একজন সেনা জওয়ান আহত হয়েছেন। সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতীয় সেনাবাহিনীর একজন জেসিও এবং চারজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁরা মারা যান। তিনি জানান, সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোট এলাকার ডিকেজির নিকটবর্তী গ্রামগুলিতে অভিযান শুরু করেছিল। গোয়েন্দা তথ্য ছিল যে, ওই এলাকায় জঙ্গিরা উপস্থিত রয়েছে। এই তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা সেনাদের উপর হামলা চালায়।

জঙ্গি সংগঠনগুলোর উপর নজরদারি জোরদার করেছে এনআইএ। রবিবার জম্মু-কাশ্মীরে ১৬টি স্থানে অভিযান চালিয়েছে এনআইএ। এই অভিযান শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম এবং বারামুলায় চালানো হয়। ‘ভয়েস অফ হিন্দ’ পত্রিকা প্রকাশের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এই পত্রিকা ভুয়া খবর ছড়িয়ে মানুষকে উস্কানি দিচ্ছিল। পত্রিকাটি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে অনলাইনে প্রকাশিত হচ্ছে। এরপর এনআইএ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*