বিজেপি নেত্রীর বাড়িতে রাতের অন্ধকারে বোম হামলা,অল্পের জন্য প্রাণে বাঁচলেন নেত্রী ও তাঁর ছেলে

Spread the love

রোজদিন ডেস্ক :– রাতের অন্ধকারে বিজেপি নেত্রীর বাড়িতে পড়ল বোমা। অল্পের জন্য বাঁচলেন নেত্রী এবং তাঁর ছেলে।শনিবার রাতে বিজেপি নেত্রী বৈশালি ডালমিয়ার বেহালার বাড়ি লক্ষ করে কয়েকজন বোমা ছোড়ে। বাড়ির গেটের সামনে তাঁরকাটায় লেগে সেখানেই বিস্ফোরণ ঘটে বেমাটি।নেত্রীর কথায়, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনি বাড়ির বারান্দায় বসে ছিলেন, তখনই হটাৎ করে প্রচন্ড আওয়াজে কেঁপে ওঠে গোটা বাড়ি। এরপরই তিনি দেখতে পান আগুনের তীব্রতায় গোটা বাড়ি কমলা হয়ে যায়। তাঁর কথায়, তখনই তিনি দেখতে পান বেশ কয়েকজন দুস্কৃতীদের। এরপরই গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

কী কারণে হামলা? বিজেপি নেত্রী জানাচ্ছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। কারা, কেনই বা এই হামলা চালাল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন তিনি। বৈশালী বলেন, “বড় দেওয়াল ও তারকাঁটায় আটকে গেল তাই। না থাকলে সোজা আমার জানলাতেই লাগত। আমি বারান্দায় বসেছিলাম। প্রচণ্ড আওয়াজ শুনতে পাই। হিন্দি সিনেমার দৃশ্যের মতো আগুনের ঝলকানি দেখতে পাই। কী কারণে এই হামলা বুঝতে পারছি না। কলকাতা শহরে নিরাপত্তা কমে গিয়েছে।” এছাড়াও আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি ও আমার ছেলে বিভিন্ন সময় গাড়িতে যাতায়াত করি। ওরা তো গাড়িতেও হামলা চালাতে পারত। তখন কী হত? কলকাতায় নিরাপত্তা নেই।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*