রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার সকাল সকাল থেকে আবার হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে বাংলাজুড়ে। সকলের মুখে এখন একটাই কথা, শীত কি তাহলে আরও ভালো করে শেষমেষ পড়তে চলেছে? এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ফের ঠান্ডা বাড়বে।আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঠান্ডা হালকা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫°সে আশেপাশে থাকবে।
আজ স্বাভাবিকের থেকে খানিকটা বেশি হলেও ঠান্ডা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া ও পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।
ঘন কুয়াশার দাপট থাকবে মূলত চার জেলায়। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার অর্থাৎ সপ্তাহান্তে বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নেওয়া যাক। এদিন ঘন কুয়াশার দাপট থাকবে কালিম্পঙ, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। আলিপুরের লেটেস্ট আপডেট অনুসারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না।
Be the first to comment