বউবাজারে ফাটল-বিপর্যয়ের জের। প্রাথমিকভাবে দুর্গা পিটুরি লেনের দু’টি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন KMRCL কর্তৃপক্ষ। রবিবার থেকেই ভাঙা হতে পারে ক্ষতিগ্রস্ত বাড়ি দু’টি। দুর্গা পিটুরি লেনের বাকি বাড়িগুলির বিষয়ে কলকাতা পুরসভার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে KMRCL কর্তৃপক্ষ। পরামর্শ নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি রুরকির।
অন্য দিকে, রবিবার বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বসার কথা। আলোচনায় যোগ দিতে পারে KMRCL কর্তৃপক্ষ। কিন্তু বাড়ি খালি করা নিয়ে আশঙ্কায় বাসিন্দারা। ঘরবোঝাই জিনিসপত্র এত কম সময়ে কী ভাবে সরানো সম্ভব, সেগুলি নিয়েই বা কোথায় গিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সকলে। পুরসভার সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গিয়েছে।
Be the first to comment