ব্রিটেনে বেসামাল ম্যাড ফ্রাইডে

Spread the love

বড়দিনের আগে ব্রিটিশরা মাতাল শুক্রবার বা ম্যাড ফ্রাইডে পালন করে। বৃটিশদের কাছে গেলো শুক্রবারটা এইরকম একটা মাতাল দিন ছিল। বড়দিনের আগে বৃটিশরা এ দিনটিতে যেন মাতাল হয়ে পড়েছিলেন। পুরো বৃটেনই এ দিনটিকে উদযাপন করেছে মাতাল হয়ে। এর মাত্রা ছিল বেশ অন্যরকম। অতিরিক্ত মদ্যপানে পরিস্থিতি চলে গিয়েছিল নিয়ন্ত্রণের বাইরে। অবস্থা এতটাই খারাপ যে ব্রাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ারে মদ্যপ লোকজন হামলা করেছে পুলিশের ওপর। এমনই একজন পুলিশ হলেন সার্জেন্ট অ্যালেক্স আর্টিস। তার মাথায় বড় একটি ক্ষত হয়েছে। তা থেকে রক্তে পরিপূর্ণ তাঁর মাথা। রাস্তায় রাস্তায় দেখা গেছে মদ পান করে বেসামাল যুবক, যুবতী। তাদের পোশাকও অবিন্যস্ত, সেদিকে খেয়ালই ছিল না তাদের। সূত্র থেকে জানা গেছে, মদ পানের অনুষ্ঠান এবং তার পরিস্থিতি চলে গিয়েছিল নিয়ন্ত্রণের বাইরে। এতটাই খারাপ অবস্থা যে এ সময় ওয়েস্ট ইয়র্কশায়ারের দু’জন পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণ করে মদ্যপরা। গুরুতর অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্জেন্ট অ্যালেক্স আর্টিস লিখেছেন, ম্যাড ফ্রাইডে যেন দুঃখজনক এক নামে পরিণত হয়েছে। দু’ঘন্টায় আমাদের তিনজন অফিসার বাজে পরিস্থিতির শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন, একজনের সম্ভবত হাত ভেঙে গেছে আর অন্য একজনের মাথায় ভয়াবহ ক্ষত হয়েছে। হামলাকারীদের ধরে জেলে পাঠানো হয়েছে।
এছাড়াও ওয়েস্ট ইয়র্কশায়ারের লিডসে ম্যাড ফ্রাইডে উদযাপনের অনুষ্ঠানে দেখা গেছে কিছু চিকিৎসক এক ব্যক্তিকে রাস্তায় চিকিৎসা দিচ্ছেন। তাকে রাস্তার ওপরই শুইয়ে নেয়া হয়েছে। ওই ব্যক্তি অচেতন হয়ে পড়েছেন। মদ পানকারী অন্যরা রাস্তায় বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করছেন। রাজপথে অনেকে বমি করে ভাসিয়ে দিচ্ছেন। এ অবস্থা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে জরুরি সেবা সার্ভিসগুলোকে।
তথ্য ও ছবি সূত্র থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*