কিছুটা আছন্নভাবে কাটতেই হাসপাতাল থেকে বাড়ি ফেরার আর্জি জানাতে শুরু করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর দেহে সংক্রমণের মাত্রা কমেছে। তাহলে কবে ছাড়া হতে পারে তাঁকে? শনিবার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, আগামী সপ্তাহেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছাড়া হতে পারে। এদিন, তাঁর অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ হয়েছে। আগামী ২ দিন বুদ্ধদেব কেমন থাকেন- তার উপর তাঁর ছুটি নির্ভর করছে।
বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন উডল্যান্ডস হাসপাতালের সিইও রুপালি বসু। তিনি জানান, আগের থেকে ভালো আছে বুদ্ধদেব। তাঁকে মুখ দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে সড়গড় না হওয়া পর্যন্ত বুদ্ধদেবের রাইলস টিউব খোলা হবে না। তাঁকে বাড়ি পাঠানোর পরেও পেশাদার স্বাস্থ্যকর্মীর মাধ্যমে শুশ্রূষা জারি থাকবে। সেক্ষেত্রে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাঁকে বাড়ি গিয়ে ফিজিওথেরাপি-সহ অন্যান্য পরিষেবা দেবেন বলে জানান রুপালি। হাসপাতাল সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় সংক্রমণের মাত্রা আর না বাড়লে বুধবার নাগাদ বাড়ি যেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Be the first to comment