বুনিয়াদপুর পৌর এলাকায় পথ নিরাপত্তায় উদ্যোগী পৌরসভা,তৈরি হচ্ছে রাস্তার দু’পাশে ফুটপাত

Spread the love

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ধারাবাহিক ছোট খাট দূর্ঘটনা ঘটে চলছে,এবার সকল প্রকার পথ দূর্ঘটনা রোধে উদ্যোগী পৌরসভা। ৫১২ নং জাতীয় সরক এবং ১০নং রাজ্য সড়কের দুই দিকে ফুটপাথ এবং ডিভাইডার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল।

বিগত কিছু মাস যাবৎ বুনিয়াদপুর শহরে নানান পথ দূর্ঘটনার সাক্ষী হতে হয় পৌরবাসীদের। নতুন বাস স্ট্যান্ড চত্বরে দুর্ঘটনায় প্রাণ হারান এক শিক্ষিকা। এর পরেই বুনিয়াদপুরের পৌর প্রশাসক কমল সরকারের তত্ত্বাবধানে নাগরিক পথ নিরাপত্তায় উদ্যোগী হলো পৌরসভা।
পৌরসভা সূত্রে খবর, ১০ নং রাজ্য সড়কের মোটর কালী মন্দির থেকে বুনিয়াদপুর চৌপথি এবং ৫১২ নং জাতীয় সড়কের ২ পার্শ্বে পথ চলতি মানুষদের সুবিধার্থে ফুটপাত নির্মাণ করতে চলেছে বুনিয়াদপুর পৌরসভা, ইতিমধ্যে এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা শাসক এবং জাতীয় এবং রাজ্য সড়কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বুনিয়াদপুর পৌরসভা।

এই বিষয়ে আমাদের মুখোমুখি হয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান, বুনিয়াদপুর ক্রমাগত বড় শহরে রূপান্তরিত হচ্ছে, এর ফলে সাধারণ লোকের সমাগম বৃদ্ধি হচ্ছে শহর জুড়ে ৫১২ নাম্বার জাতীয় সড়ক এবং ১০ নম্বর রাজ্য সড়কের পৌর এলাকায় নির্দিষ্ট ফুটপাথ না থাকায় নানান দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে মানুষকে। এর দুর্ঘটনাগুলোকে এড়াতে এই সড়কগুলোর দুই পাশে ফুটপাত নির্মাণ করার উদ্যোগী হয়েছি আমরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*