এবার ডিজিটাল প্ল্যাটফর্মে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সি ভিজিল অ্যাপের প্রচারে জোর দিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসকদের। কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে চালু হয় সি ভিজিল অ্যাপ। নির্বাচন সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। কোনও ঝামেলার ছবি তুলে কমিশনে সরাসরি পাঠাতে পারবেন যে কেউ। খবর পৌঁছে যাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে। ১০০ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, শনিবার রাজ্যের ২৩ জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানেই সরাসরি জেলাশাসকদের সি ভিজিল অ্যাপ প্রচারের জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment