পুরুষদের অধিকার নিয়ে কলকাতা বইমেলায়

Spread the love

প্রশান্ত দাসঃ সল্টলেকে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রধান গেট দিয়ে ঢুকলেই প্রথমেই এঁদেরকে চোখে পড়বে। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন একদল পুরুষ ও মহিলা। প্ল্যাকার্ডে লেখা We want men’s commission, We support men’s right। আরেকটি প্ল্যাকার্ডে লেখা, Respect human, not in gender. । কৌতুহলবশত বইমেলায় আসা বইপ্রেমীরা অনেকেই এগিয়ে কথা বলছেন তাঁদের সাথে। আমিও এগিয়ে গেলাম, জানতে চাইলাম সংগঠনের পরামর্শদাতা তথা মুখপাত্র নন্দিনী ভট্টাচার্য র থেকে। তিনি জানালেন, মিথ্যে নারী নির্যাতনের মামলা হোক বা শ্লীলতাহানি, অবিচারের পাশে দাঁড়াতে চায় আমাদের সংগঠন। পুরুষদের অধিকার রক্ষায় কাজ করছে অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট নামে এই নতুন সংগঠন। কিন্তু নারী বিদ্বেষী নয় এই নতুন সংগঠন। বইমেলায় আসা অনেক নারী সংগঠনের সদস্যরাও আমাদের সাথে যোগাযোগ করছেন এবং একসঙ্গে কাজ করতে চাইছেন তাঁরা, বললেন এই সংগঠনের মুখপাত্র। এই সংগঠনে এখনও পর্যন্ত মহিলা ও পুরুষ মিলে সদস্য সংখ্যা ৮০।

ছবিঃ প্রশান্ত দাস

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*