ছবি- শুভেন্দু দাস
মঙ্গলবার কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দলের প্রাথী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে কাদের প্রার্থী করলেন আর কারা সরে গেলেন দেখে নিন বিস্তারিত!
কেন্দ্র | আগে প্রার্থী ছিলেন (২০১৪ সাল) | এবারে প্রার্থী হলেন (২০১৯ সাল) | |
১. | কোচবিহার | রেণুকা সিনহা(প্রয়াত) পার্থপ্রতিম রায় (বর্তমান সাংসদ) | পরেশ চন্দ্র অধিকারী |
২. | আলিপুরদুয়ার | দশরথ তিরকে | দশরথ তিরকে |
৩. | জলপাগুড়ি | বিজয় চন্দ্র বর্মণ | বিজয় চন্দ্র বর্মণ |
৪. | দার্জিলিং | ভাইচুং ভুটিয়া | অমর সিং রাই |
৫. | রায়গঞ্জ | সত্য রঞ্জন দাশমুন্সী | কানাইয়া লাল আগরওয়াল |
৬. | বালুরঘাট | অর্পিতা ঘোষ | অর্পিতা ঘোষ |
৭. | মালদা উত্তর | সৌমিত্র রায় | মৌসম নূর |
৮. | মালদা দক্ষিন | মোয়াজ্জেম হোসেন | মোয়াজ্জেম হোসেন |
৯. | জঙ্গিপুর | হাজি নুরুল ইসলাম | জনাব খালিলুর রহমান |
১০. | বহরমপুর | ইন্দ্রনীল সেন | অপূর্ব সরকার |
১১. | মুর্শিদাবাদ | মহম্মদ আলি | জনাব আবু তাহের |
১২. | কৃষ্ণনগর | তাপস পাল | মহুয়া মৈত্র |
১৩. | রানাঘাট | তাপস মণ্ডল | রুপালি বিশ্বাস |
১৪. | বনগাঁ | কপিলকৃষ্ণ ঠাকুর (প্রয়াত) মমতা বালা ঠাকুর (বর্তমান সাংসদ) | মমতা বালা ঠাকুর |
১৫. | ব্যারাকপুর | দীনেশ ত্রিবেদী | দীনেশ ত্রিবেদী |
১৬. | দমদম | সৌগত রায় | সৌগত রায় |
১৭. | বারাসাত | ডঃ কাকলি ঘোষ দস্তিদার) | ডঃ কাকলি ঘোষ দস্তিদার |
১৮. | বসিরহাট | ইদ্রিজ আলি | নুসরত জাহান |
১৯. | জয়নগর | প্রতিমা মণ্ডল | প্রতিমা মণ্ডল |
২০. | মথুরাপুর | সি এম জাতুয়া | সি এম জাতুয়া |
২১. | ডায়মন্ড হারবার | অভিষেক ব্যানার্জি | অভিষেক ব্যানার্জি |
২২. | যাদবপুর | সুগত বসু | মিমি চক্রবর্তী |
২৩. | কলকাতা দক্ষিন | সুব্রত বক্সী | মালা রায় |
২৪. | কলকাতা উত্তর | সুদীপ বন্দ্যোপাধ্যায় | সুদীপ বন্দ্যোপাধ্যায় |
২৫. | হাওড়া | প্রসুন ব্যানার্জি | প্রসুন ব্যানার্জি |
২৬. | উলুবেড়িয়া | সুলতান আহমেদ (প্রয়াত) সাজদা আহমেদ (বর্তমান সাংসদ) | সাজদা আহমেদ |
২৭. | শ্রীরামপুর | কল্যাণ ব্যানার্জি | কল্যাণ ব্যানার্জি |
২৮. | হুগলী | ডঃ রত্না দে (নাগ) | ডঃ রত্না দে (নাগ) |
২৯. | আরামবাগ | অপরূপা পোদ্দার | অপরূপা পোদ্দার |
৩০. | তমলুক | শুভেন্দু অধিকারী (রাজ্যের মন্ত্রী ২০১৬, সাংসদ ২০১৪) দিব্যেন্দু অধিকারী (বর্তমান সাংসদ) | দিব্যেন্দু অধিকারী |
৩১. | কাঁথি | শিশির অধিকারী | শিশির অধিকারী |
৩২. | ঘাটাল | দীপক অধিকারী (দেব) | দীপক অধিকারী (দেব) |
৩৩. | ঝাড়গ্রাম | ডঃ উমা সোরেন | বীরবাহা সোরেন |
৩৪. | মেদিনীপুর | সন্ধ্যা রায় | মানস ভুঁইঞা |
৩৫. | পুরুলিয়া | ডঃ মৃগাঙ্ক মাহাতো | ডঃ মৃগাঙ্ক মাহাতো |
৩৬. | বাঁকুড়া | মুনমুন সেন | সুব্রত মুখার্জি |
৩৭. | বিষ্ণুপুর | সৌমিত্র খাঁ (বর্তমানে বিজেপিতে) | শ্যামল সাঁতরা |
৩৮. | বর্ধমান পূর্ব | সুনীল কুমার মণ্ডল | সুনীল কুমার মণ্ডল |
৩৯. | আসাসোল | দোলা সেন | মুনমুন সেন |
৪০. | বর্ধমান-দুর্গাপুর | মমতাজ সঙ্ঘমিত্রা | মমতাজ সঙ্ঘমিত্রা |
৪১. | বোলপুর | অনুপম হাজরা (বর্তমানে বিজেপিতে) | অসিত মাল |
৪২ | বীরভূম | শতাব্দী রায় | শতাব্দী রায় |
Be the first to comment