রোজদিন ডেস্ক :- শনিবার ভোর ৫ টায় ৬ জন সমেত এক যাত্রীবাহী গাড়ি সোজা গিয়ে পড়ল হ্রদে। সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। রাচাকোন্ডা কমিশনারেটের পোচামপলি থানার অন্তর্গত ইয়াদাগিরিগুট্টার কাছে জালালপুর লেকে গাড়িটি সম্পূর্ণভাবে ডুবে যায়। গাড়ির মধ্যে ছিলেন মোট ৬ জন যাত্রী।
ভোর ৫টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ ভোর ৫.২৭-এ ঘটনার বিষয়ে জানতে পারেন। সম্ভবত স্থানীয়দের তরফ থেকেই যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের মধ্যে প্রত্যেকেই ছিলেন ১৯ থেকে ২৩ বছর বয়সী। গাড়িতে থাকাকালীন তাঁরা সকলেই ছিলেন মদ্যপ অবস্থায়। ছয় বন্ধুর মধ্যে একমাত্র বেঁচে থাকা, বোদুপ্পালের বাসিন্দা ২১ বছর বয়সী মণিকান্ত মেদাবইনা যাদব নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির গতি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা জালালপুর লেকে পড়ে যায় ওই গাড়ি। ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Be the first to comment