
রোজদিন ডেস্ক, কলকাতা:- সাতসকালে দুঃসংবাদ! ফুটবলার পি.কে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন হয়েছে। খুন হলেন বাড়ির কেয়ারটেকার। জানা গেছে, তাঁর ড্রাইভারের সঙ্গে বচসার জেরে খুন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছেন। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে গাড়ির চালক বরুণ ঘোষ এবং পরিচারক গোপীনাথ মুহুরি মদের আসর বসান বলে জানা যাচ্ছে। সেখানে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তর্কাতর্কি চলাকালীন হঠাৎ উঠে রান্নাঘরে চলে যায় বরুণ। ছুরি নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে গোপীনাথকে। রক্তাক্ত অবস্থায় গোপীনাথকে উদ্ধার করে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গোপীনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার সকালে সেখানে পৌঁছলে দেখা যায়, পুলিশ বাড়িতে পৌঁছে সামনের অংশটি কাপড় দিয়ে ঘিরে রেখেছে।গোটা ঘটনা কী ভাবে ঘটল, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment