স্বাধীনতা দিবসের দিন সকালে নর্দমা থেকে উদ্ধার হলো ‘সুথানথিরাম’
স্বাধীনতা দিবসের সকাল ৷ পাড়ার মোড়ে মোড়ে দেশাত্মবোধক গানে তখন মুখরিত আকাশ বাতাস ৷ চলছে জাতীয় পতাকাকে মাথা তুলে দাঁড় করানোর তোড়জোর ৷ সেই মুহূর্তে থেকে কোথা থেকে যেন ভেসে আসছে বাচ্চার কান্নার শব্দ ৷ […]