সঙ্কটে রাজীব কুমার, ভবানী ভবনে হাজির সিবিআই

Spread the love

মঙ্গলবার সিবিআই-এর একটি টিম পৌঁছে গেলো ভবানী ভবনে ৷ হাতে একটি খাম নিয়ে তাঁরা সেখানে হাজির হন বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে, রাজীব কুমারকে আবার নোটিস দিতেই সেখানে সিবিআই-এর দল হাজির হয়েছে ৷

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সাত দিনের সময় চেয়ে নিয়েছিলেন রাজীব কুমার ৷ কিন্তু সেই সময় দিতে চায়নি সিবিআই এবং গতকালই জানা যায়, ফের ২-১ দিনের মধ্যেই নোটিস দিতে চলেছে সিবিআই ৷ আর তারপর মঙ্গলবার বেলা গড়াতেই সিবিআই-এর একটি টিম পৌঁছে যায় ভবানী ভবনে ৷ তাদের মধ্যে দুজন নোটিশ জমা দেন ৷

সিবিআই সূত্রে বলা হচ্ছে, রাজীব কুমার যে নানা অজুহাতে সময় কেনার চেষ্টা করছেন, তা তাঁরা দিব্য বুঝতে পারছেন। তাঁরা এও আশঙ্কা করছেন, এ ভাবে সময় নিয়ে হয় রাজীব পালিয়ে যেতে পারেন, নইলে রাজ্য সরকারের মদতে নতুন আইনি জটিলতা তৈরির চেষ্টা করতে পারেন। তাই রাজীবের কোনও অজুহাতেই তাঁরা কর্ণপাতে রাজি নন। অনেকের মতে, পর পর দু’বার রাজীব কুমারকে নোটিস ধরানোও তাৎপর্যপূর্ণ। এরপর রাজীব সিবিআই দফতরে উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতে যেতে পারে সিবিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*